করোনার ২য় ডোজ গ্রহণ করলেন বরমীর কৃতি সন্তান গাজীপুর জেলা পরিষদের সদস্য আনোয়ার সরকার

বরমী সোসাইটিঃ করোনার ২য় ডোজ গ্রহণ  করলেন বরমীর কৃতি সন্তান গাজীপুর  জেলা  পরিষদের সদস্য আনোয়ার  সরকার সাহেব।


আজ ২৪ এপ্রিল রোজ শনিবার উনার  ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি দুপুরে এই পোষ্ট দেন "আলহামদুলিল্লাহ আজ কোভিড ১৯, ২য় ডোজ টিকা দিলাম ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।"

আনোয়ার সরকার বরমী ইউনিউনিয়নের একজন কৃতি সন্তান। তিনি ১৯৭৬সালে বরমী ইউনিয়নের দরগাচালা  গ্রামের জন্ম গ্রহণ করেন। পিতার নাম হাজী মোঃ গিয়াস উদ্দিন সরকার। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত হয়ে আছেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা পরিষদের সদস্য (ওয়ার্ড – ০৫ )। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর গাজীপুর জেলার সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ছাত্র জীবন থেকেই তিনি একজন দানশীল নেতা হিসাবে পরিচিত। গাজীপুর জেলা পরিষদের সদস্য হয়ে প্রিয় বরমীবাসীর হৃদয়ে সকলের সুঃখে দুঃখে যায়গা করে নিয়েছেন এই ত্যাগী নেতা। জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন অনেক মসজিদ ও মাদরাসায়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে উনার সাথে যোগাযোগ করলে তিনি জানান, সচেতন নাগরিক হিসাবে সবাইকে টিকা নেয়ার কথা বলেন। তিনি আরো বলেন, আগামীকাল ২৫  এপ্রিল ২০২১ রোজ রবিবার  সকালে বরমীতে মাস্ক বিতরণ করবেন। আনোয়ার সরকার আসন্ন ৬ নং বরমী ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। (এডমিন/ বরমী সোসাইটি)

Post a Comment

0 Comments