রাকিবুল হাসানঃ ২৩ এপ্রিল শনিবার সকাল ১১ টায় শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা মোস্তারী এর উদ্যেগে বরমী বাজারে ২০০ বানরের খাবারের ব্যবস্থা করে দেন। এত নিজ হাতে খাবার তুলে দেন ক্ষুধার্ত বানরের মুখে।
ইউএনও তাসলিমা মোস্তারী জানান, বানরগুলোর জন্য খাবারের স্থায়ী বন্দোবস্তের ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটা উপায় খোঁজে বের করা হবে।
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্য, ছবি ও ভিডিও এডমিন, ইমেল, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল/ পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। বরমী ইউনিয়ন ও বরমীর গ্রামগুলো বিষয়ে আমাদের তথ্য দিয়ে এই সাইটটি সমৃদ্ধি করুন।
ই-মেইলঃ barmisociety@gmail.com
অথবা ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/barmisociety
0 Comments