ফটোগ্রাফি | কায়েতপাড়া | মিজানুর রহমান অর্ক
কায়েতপাড়া বরমী ইউনিয়ন এর অন্যতম একটি সুন্দর গ্রাম। কায়েতপাড়া গ্রামের মধ্যদিয়ে বেয়ে গেছে বরমী - শ্রীপুর বড় সড়ক। কায়েতপাড়া গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অসংখ্য মসজিদ। ২০২০ সালের ইউনিয়ন তথ্য অনুযায়ী এই গ্রামের জন সংখ্যা ১৭৬২ জন।
ছবিদুটি তোলেছেন মিজানুর রহমান অর্ক... বরামা চৌরাস্তা থেকে পূর্ব কায়েতপাড়া টু নয়াপাড়া রোডে।
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্য, ছবি ও ভিডিও ইমেল, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। এবং বরমী ইউনিয়ন ও বরমীর গ্রামগুলো বিষয়ে আমাদের তথ্য দিয়ে এই সাইটটি সমৃদ্ধি করুন।
ই-মেইলঃ barmisociety@gmail.com অথবা ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/barmisociety
0 Comments