শ্রীপুরের মানুষের দিন পরিবর্তন, বাড়ছে কাঁঠালের দাম

ইকবাল হোসেনঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় একসময় কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত ছিল বাংলাদেশে। ছিল শুধু কাঁঠাল আর কাঁঠাল।


ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টার বাড়ি, মাওনা চৌরাস্তা, নয়নপুর,জৈনাবাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন হাটবাজারের শুধু কাঁঠাল আর কাঁঠাল ছিল একটা সময়ে। এখনো আছে। তবে আগের চেয়ে অনেক কম।

বাজারে বাজারে সাড়ি সাড়ি ভ্যান ভর্তি কাঁঠাল। দেখে যেন মনে হতো আসলেই কাঁঠালের রাজধানী শ্রীপুরে।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা বেপারীরা কৃষকদের কাঁঠাল কিনে নিতেন।বাংলাদেশের সব জেলায় কাঁঠাল আছে কম-বেশি।

তবে সবচেয়ে বেশি গাজীপুর জেলায়। মানুষ বলতেন শ্রীপুরে কাঁঠালের রাজধানী। ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালের মৌসুমে প্রতিবছর বিক্রি হতো লক্ষ লক্ষ কাঁঠাল। কাঁঠাল বিক্রি করেই একসময় শ্রীপুরের মানুষের চলতে হতো।

কিন্তু এখন আগের তুলনায় কাঁঠালের বাগান নেই শ্রীপুরে। কাঁঠালের বাগানে এখন কলকারখানা। শ্রীপুরের মানুষ এখন আর কাঁঠাল বিক্রি করে চলে না। চলে বাসাবাড়ি ভাড়া দিয়ে।

বিশ টাকার কাঁঠাল এখন তিন’শ টাকা।মানুষের দিনপরিবর্তনে শ্রীপুরে বাড়ছে কাঁঠালের দাম। আপনারাই বলেন আমার কথা সত্য না মিথ্যা।

Post a Comment

0 Comments