শ্রীপুরে রোজাদার পিতাকে পিটিয়ে রক্তাক্ত করলো ছেলে।
ইকবাল হোসেনঃ গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধ পিতাকে পিটিয়ে রক্তাক্ত করলো তার ছেলে। উপজেলার বরমী ইউনিয়নের পশ্চিম বালিয়া পাড়া গ্রামের আফাজ উদ্দিন (৭৫)কে দা দিয়ে কুপিয়েছে তার ছেলে মোস্তফা।
আহত আফাজ উদ্দিনের মেয়ে সারজিদা বেগম জানান,আমার পিতা একজন বয়স্ক লোক। আমি সহ আমার দুই বোন ও আমার মাকে ৮ বিঘা সম্পত্তি লেখে দিয়েছিলো বাবা।
সম্পত্তি দেওয়ার পর থেকেই আমার বাবাকে অত্যাচার করে আসছে আমার ভাই মোস্তফা। সারজিদা বেগম আরো জানান, আমার পিতাকে পবিত্র মাহে রমজানের রোজা রাখার অবস্থায় দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত করেছে।
আহত আফাজ উদ্দিন জানান, সম্পত্তি বিক্রি করে ছেলে মোস্তফাকে বিদেশে পাঠিয়েছিলাম। আমার সন্তান হিসেবে সবাইকে সম্পত্তি দিয়েছি।ছেলে মোস্তফা তাকেও আগে দিয়েছি সম্পত্তি লেখে।
প্রতিদিনের মতো ইফতার করার জন্য ২০ এপ্রিল বাড়ির পাশে দুপুর দুইটার সময় গাছ থেকে বেল আনতে গেলে আমাকে দা দিয়ে মাথায় এবং হতে আঘাত করে আমার ছেলে মোস্তফা।
পরে এলাকার লোকজন উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে এনে ভর্তি আরেন বলে জানান আহত আফাজ উদ্দিন।
0 Comments