গাজীপুর
গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ
জেলা ও কিশোরগঞ্জ
জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ
জেলা, পূর্বে কিশোরগঞ্জ
জেলা ও নরসিংদী
জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল
জেলা অবস্থিত। গাজীপুর জেলায় ৫ টি উপজেলা ৪০ টি
ইউনিয়ন ৩ টি পৌরসভা ও ১ সিটি রয়েছে।
উপজেলা |
ইউনিয়ন/ পৌরসভা/ সিটি |
গাজীপুর
সদর |
মির্জাপুর, বাড়ীয়া, ভাওয়াল
গড়, পিড়ুজালী, কাউলতিয়া (গাজীপুর সিটি) |
কালিয়াকৈর |
ফুলবাড়ীয়া, চাপাইর, বোয়ালী,
মৌচাক, শ্রীফলতলী, সূত্রাপুর, আটাবহ, মধ্যপাড়া, ঢালজোড়া (কালিয়াকৈর পৌরসভা) |
শ্রীপুর |
মাওনা, গাজীপুর, তেলিহাটী,
বরমী, কাওরাইদ, গোসিংগা, রাজাবাড়ী, প্রহলাদপুর (শ্রীপুর পৌরসভা) |
কাপাসিয়া |
সিংহশ্রী, রায়েদ, টোক, বারিষাব,
ঘাগটিয়া, সনমানিয়া, কড়িহাতা, তরগাঁও, কাপাসিয়া, চাঁদপুর, দূর্গাপুর |
কালীগঞ্জ |
তুমুলিয়া, মোক্তারপুর, নাগরী,
বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুরশাদী, জামালপুর (কালীগঞ্জ পৌরসভা) |
ইতিহাসঃ গাজীপুর সদর, শ্রীপুর,
কালিয়াকৈর, কালিগঞ্জ ও কাপাসিয়া এই ৫টি উপজেলা নিয়ে ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে
১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিকরা মনে করেন যে মহম্মদ বিন তুঘলকের শাসনকালে
গাজী নামে এক কুস্তিগীর এখানে থাকতো আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছে
গাজীপুর। আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ঈশা খাঁর
ছেলে ফজল গাজীর নামে এই জনপদের নামকরণ করা হয়েছে। (সংগ্রহেঃ আধুনিক কম্পিউটারস্,
বরমী বাজার)
0 Comments