বরমী খেয়াঘাটে লোহার সিড়ির পূনঃ নির্মাণ কাজ শুরু

বরমী সোসাইটিঃ বরমী খেয়াঘাটে লোহার সিড়ির পূনঃনির্মাণ কাজ শুরু


গত রমজানে এই সিড়ির বেহাল অবস্থা দেখে বরমী সোসাইটির প্রধান এডমিন Nayim Bhuiyan ভাই একটি লাইভ করেন বরমী সোসাইটি গ্রুপে। লোহার এ ব্রিজটি জং ধরে নষ্ট হয়ে গিয়েছে, সাধারণ মানুষ নীচে লোহার বদলে বাশ লাঠি দিয়ে কোনরূপ পার করছিল জীবনের ঝুঁকি নিয়ে। এই বিষয়গুলো লাইভে বলে দেখানোর সময় একটি উদ্যোগও নিয়েছিল বরমী সোসাইটি পরিবার যে বরমী সোসাইটির পক্ষ থেকেই ব্রিজটি করা হবে। সেই পোস্ট দেখে অনেকে বরমী সোসাইটি পরিবারের পাশে থেকে সাহায্য করে আশ্বাস দিয়েছিল। এরপর বরমী বাজার বনিক সমিতি উক্ত বিষয়টি জানার পরে বনিক সমিতির পক্ষ থেকে সিড়িটি করে দেয়া হবে কিন্তু কাজের অগ্রগতি পাওয়া যাচ্ছিল না।

অবশেষে গত শুক্রবার বরমী সোসাইটির পক্ষ থেকে ডাষ্টবিন স্থাপনের সময় আবারো উক্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর বনিক সমিতির পক্ষ থেকে Jahir Sarkar Jahir ভাই ও ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে Tofazzal Hossain ভাই এখানে ঘোষণা দেন যে, আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে। পরিষদের পক্ষ থেকে ১ লাক্ষ টাকা দিবে বলে ঘোষণা দেন তোফাজ্জল ভাই এবং বাকী টাকা জহির সরকার ভাই দিয়ে কাজটি সম্পন্ন করবেন বলে জানায় জহির সরকার ভাই। উক্ত ব্রিজের কাজের জন্য এখানে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকার মতো খরচ হবে বলে জানান ইঞ্জিনিয়ার।


অবশেষে আজ দুপুরে আমরা জানতে পেলাম এই সিড়ির কাজ শুরু হয়েছে। আমরা আজ বিকালে গিয়ে দেখে আসছি। আশেপাশের মানুষ খুব খুশি এবং জহির ভাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই জানাই ১ সপ্তাহের সময় দিয়ে এক সপ্তাহ যাওয়ার আগেই কাজটি শুরু করে দিয়েছেন, বরমী সোসাইটি পরিবার জহির সরকার ভাই ও তোফাজ্জল ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ। আমরা আশাবাদী খুব দ্রুত দক্ষ ইঞ্জিনিয়ার এর মাধ্যমে কাজটি সম্পন্ন করবেন। (খলিলুর কাদেরী)

Post a Comment

0 Comments