বরমী সোসাইটিঃ আজ বরমী বাজার নেককার জনক ঘটনার খবর পাওয়া গেছে। মোহাম্মদ ফয়সাল এই বিষটি নিশ্চিত করে বলেন, বরমী উত্তর বাজারে এক চুন ব্যবসায়ী কফিল এর চুনের দোকানে আজ ০৬ মে ২০২১ ইং দুপুরের দিকে বোমা সাদৃশ্য কিছু বস্তু বোমা সাদৃশ্য বস্তু রেখে দোকানীর কাছে টাকা দাবি করে।
এরপর শ্রীপুর পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে হাজির হয়ে উক্ত ৪ জন সংবাদকর্মী কে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নেয়া হয়।
এ বিষয়ে বরমী বাসীকে সতর্ক হওয়ার আহবান জানিয়ে বরমী বাজারের সাবেক বণিক সমিতির সভাপতির ছেলে মাহমুদুল হাসান নাঈম ভূঁইয়া বলেন, যত ভুয়া সাংবাদিক আছে বরমীতে এ সকল সাংবাদিকদের ব্যপারে ব্যবসায়ীদের সচেতন হওয়া জরুরি। যাতে কোন ব্যবসায়ীকে ব্যবসা করতে বাধা না দেয় সকল ব্যবসায়িক এক হতে হবে। তিনি আরো বলেন, কোন সাংবাদিক পরিচয়ের কেউ কারো সম্পর্কে কোন ডাটা চাইলে যেন সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয়।
0 Comments