৯০ দশকের বরমী- ০১ (আঃ জব্বার ফকির এর সরণ সভা)

 ৮ ই নভেম্বর ১৯৯১ খ্রি.

বরমী বাজার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আলহাজ্ব আঃ জব্বার ফকির সাহেবের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তৎকালীন পাটমন্ত্রী, ব্রিগেডিয়ার আ.স.ম হান্নান শাহ।

সভাপতিত্ব করেন, মাওলানা সাদেকুচ্ছামাদ আল কাদেরী। পীর সাহেব, সোহাদিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আধ্যাপক এম.এ. মান্নান, সংসদ সদস্য এডভোকেট রহমত আলী, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, জনাব কাজীম উদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একটি প্রচারণার ছবি দেয়া হল।







Post a Comment

0 Comments