বরমী বাজার সৃষ্টির ইতিহাস ও কৃষ্টি (Barmi Society)

 বরমী বাজারঃ  ১৫৯০ সালে শীতলক্ষা নদীর তীরে বরমী বাজারের সৃষ্টি হয়। তখন থেকে আরম্ব করিয়া বর্তমান পর্যন্ত বিভিন্ন পন্য দ্রব্যের জন্য একটি বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। বিশেষ করিয়া ধান, পাট, কাঠাল ও গজারী কাঠের জন্য অন্যতম বাণীজ্য কেন্দ্র। এখানে প্রায় ৩০টি উন্নতমানের চাউলের কারখানা আছে। এখানে বর্তমান পাটমন্ত্রী ব্রিগেডিয়ার হান্নান শাহ বরমী অটো রাইস মিল নামে একটি বৃহৎ চাউলের কারখানা নির্মাণ করেন। কথিত আছে যে, টোকনগরে বাংলার রাজধানী থাকার সময়ে বর্মদেশীয় (মগ) জলদস্যু টোকনগর লুট করার জন্য শীতলক্ষ্যা নদী বহিয়া অগ্রসর হইতেছিল। মোগল বাহিনী তাহাদের গতিরোধ ও বন্দী করে। তাহাদিগকে যেখানে আটক করিয়া রাখিয়াছিল, সেই স্থানের নাম বর্মী ও  বাজারের নাম হয় বরমী।



শ্রীপুরের ইতিহাস বই থেকে হুবুহু তোলে দেয়া হয়েছে।

Post a Comment

0 Comments