বরমী সোসাইটিঃ রাজধানীর পাশের জেলা গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রিয় বরমীর বানরের নাম। প্রায় ৩০০ শত বছর ধরে এই বানর গুলো ধরে রেখেছে আমাদের ঐতিহ্য। সেই বানরকে নাকি ধরে নিয়ে আসছে বনবিভাগের লোকেরা, এমন নিউজে ঘটনা স্থলে ছুটে যায় আমাদের বরমী সোসাইটি পরিবার। আজ ০৪ জুলাই ২০২১ খ্রি. রোজ রবিবার সকাল ৯ ঘটিকা থেকে বানর ধরার অভিযান চালায় গ্লোবাল টিভি নামের একটি অনলাইন নেটওয়ার্ক।
সকাল ১০ টার দিকে সেখানে গিয়ে তাদের পরিচয় ও বানর ধরার কারণ জানতে চাইলে তারা জানায় তারা সরকারি বনবিভাগের কর্মকর্তা। তারা জানায় সারা বাংলাদেশ থেকে ৫৬ টি বানর ধরার নির্দেশ রয়েছে তাদের কাছে। তারা আরও জানায় এইসব বানরের উপর টিকা ট্রায়াল দেয়ার জন্য ধরছে এগুলো। এ সময়ের মধ্যে তারা ১২ টি বানর ধরে বন্দি করে এবং অচেতন করার মেডিসিন প্রয়োগ করে ৩ টি বানরকে অজ্ঞান করে। এরপর তাদের কাছে তাদের আইডিন্টিটি বা তাদের কোন লিগেল নোটিশ ও প্রমাণ চাইলে তা দিতে ব্যার্থ হয় তারা। কথা এড়িয়ে গিয়ে এমন নানান গল্প বলতে থাকে।
এ সময়ের মধ্যে এখানে উপস্থিত হয় বরমী ইউনিয়নের চেয়ারম্যন জনাব তোফাজ্জল হোসেন এবং বরমী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব জহির সরকার জহির সহ এলাকার অন্যান্য স্থানীয় লোকজন। অবশেষে প্রশাসনকে খবর জানালে শ্রীপুর উপজেলার ইএনও মহোদয় ও বনবিভাগের লোকজন উপস্থিত তাদের কাছে বিস্তারিত জানতে চাইলে অভিযুক্তরা কোন সদোত্তর দিতে পারে না।
আটককারীদের সঠিক পরিচয় জানা যায়নি। বন্যপ্রাণী নিধন আইনে অভিযুক্ত ৫ জনকে আটক করে পরে থানায় নিয়ে যাওয়া হয়।
0 Comments