বরমী বাজারে গণি মোড়ল টাওয়ারে ক্রেতাদের শুভেচ্ছা কুপনের র‌্যাফেল ড্র সম্পন্ন, বিজয়ী হয়েছে কারা দেখুন

বরমী সোসাওটিঃ বরমী বাজারে আব্দুল গণি মোড়ল টাওয়ারের ক্রেতাদের শুভেচ্ছা কুপনের র‌্যাফেল ড্র সম্পন্ন হয়েছে। এখানে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্য থেকে ৩ জন বিজয়ী কে বড় ৩ পুরষ্কার সহ মোট ৫০ টি ছোট পুরষ্কার দেয়ার  নাম ঘোষণা করা হয়। 



আজ ১৭ মে  ২০২১ রোজ সোমবার সন্ধ্যা ৭.০০ টায়  এই লটারির ড্র ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার একটি হানড্রেড সিসি বাইক, দ্বিতীয় পুরস্কার একটি মার্সেল ফ্রিজ, তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি স্মার্টফোন।

১ম পুরষ্কারঃ পেয়েছেন একটি মোটর সাইকেল পেয়েছেন মোছলিমা যার টিকেট নং ৩৮৯, বাড়ি ভিটিপাড়া।

২য় পুরষ্কারঃ একটি ফ্রিজ পেয়েছেন ফয়েজ উদ্দীন, ৩৯৮২ চাকুয়া, নিগুয়ারী, গফরগাও, ময়মনসিংহ।

৩য় পুরষ্কাতঃ ১ টি স্মার্ট ফোন পেয়েছেন আনোয়ার,  টিকিট নং ৭১৫ বাড়ি গোসিংগা, শ্রীপুর, গাজীপুর।

গেল ঈদে আব্দুল গণি মোড়ল টাওয়ার এর যেকোন দোকান থেকে ৫০০/- (পাচ শত) টাকা বা তার বেশী মূল্যে কোন একটি পন্য ক্রয় করিলে সবাইকে দেয়া হয়েছে একটি শুভেচ্ছা কূপন... আজকে ঈদের ৩য় দিন সেই কূপন এর ড্র অনুষ্ঠিত হয়। (বরমী সোসাইটি সংবাদ)


Post a Comment

0 Comments