শীতলক্ষ্যা নদী বা লক্ষ্ম্যা নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নরসিংদী গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০৮ কিলোমিটার, গড় প্রস্থ ২২৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক শীতলক্ষ্যা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৫৫। এটি নারায়ণগড় জেলার রুপগনজ এ অবস্থিত।
ছবিটি আজ ১২ এপ্রিল ২০২১ শীতলক্ষ্যা নদীর বরমী এলাকা থেকে নেয়া। সোহাগ বলেন, পানি দূষিত হয়ে যাওয়ার কারণে, নদীর মাছ সব একটু শুদ্ধ শ্বাস নেওয়ার জন্য তীরে চলে আসছে, সাধারণ জনগণ মাছ ধরার জন্যে মরিয়া হয়ে গেছে।
খুব দ্রুত এর ব্যবস্থা না নিলে শীতলক্ষা নদীতে আর জোন মাছই থাকবে না বলে জানান এলাকাবাসী।
0 Comments