বরামা গ্রামের ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিন বছর বয়সী জিমিয়াকে চিকিৎসার জন্য বরমী মানবকল্যাণ ফাউন্ডেশনের অর্থ সহযোগিতা

বরমী মানবকল্যান ফাউন্ডেশনের সভাপতি জনাব সোহাগ মোড়ল বলেন, বরামা গ্রামের ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিন বছর বয়সী জিমিয়াকে চিকিৎসার জন্য বরমী মানবকল্যাণ ফাউন্ডেশনের ২০,০০০/- ( বিশ হাজার টাকা) অর্থ সহযোগিতা আলহামদুলিল্লাহ। বরমী মানবকল্যাণ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক Salman Sajib ভাই ও অন্যান্য সদস্যদের সহযোগিতায় আমরা তার বাবা জাকির হোসেনের নিকট আমাদের সাধ্য অনুযায়ী অর্থ সহযোগিতা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ।



গাজীপুরের শ্রীপুর উপজেলার অন্তর্গত বরমী ইউনিয়ন এর বরামা গ্রামের বাসিন্দা মো:জাকির হোসেনের মেয়ে- মোছাঃ জিমিয়া আক্তার জিম(৩বছর) ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবস্থায় দীর্ঘ চার মাস যাবৎ চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই সূচনীয়। সাধ্যমত যা ছিলো চিকিৎসায় ব্যয় হয়েছে। তার বাবা ছোট একটা চাকরি ছিলো কিন্তু চার মাস ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে থাকায় চাকরিটা এখন আর নেই। অতএব আমরা আমাদের সহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো একটি ফুটফুটে প্রাণ রক্ষা পাবে। আমরা কত টাকা কত ভাবেই খরচ করি,চলেন আমার সবাই মিলে তার পরিবারের পাশে দাড়াই।
ডাক্তারের ভাষ্যমতেঃ তার চিকিৎসার জন্য প্রায় ৩,০০,০০০ লক্ষ টাকার মতো প্রয়োজন, যা ওর পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব না। তাকে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে। সকলের সহযোগিতা কামনা করছি।
অর্থ সহযোগিতা করতে যোগাযোগ করুন -
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু জিমিয়ারর পিতা জাকির হোসেনের সাথে, মোবাইল নাম্বার - 01770598598

Post a Comment

0 Comments