স্কুল শেষে বাড়ি ফিরার পথে প্রাণ যায় শিশু মালিহা

প্রিয় বরমীঃ বরমী ইউনিয়ন এর মাওনা-বরমী সড়কে আজ ১২ এপ্রিল ২০২২ খ্রি. রোজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও অটো রিক্সার সংঘর্ষে অটোর নীচে চাপা লেগে মৃত্যু ঘটে মালিহা মমতাজের (৭)। মালিহা পাঠানটেক সরকারি প্রথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। মালিহা পাঠানটেক গ্রামের কন্ট্রাক্টর মিন্টু এর ছোট মেয়ে। জানা যায় এই অটোতেই যাতায়ত করতো সে।



Post a Comment

0 Comments