সোহাগ মোড়লঃ উত্তর বাজার হয়ে পাইটাল বাড়ি একটি ব্রিজ হওয়ার কথা অনেকদিন যাবত শুনে আসছিল বরমী বাসী; আজ ১ মে ২০২১ ইং এ লাল নিশান লাগিয়ে গেছেন কর্তৃপক্ষ! এই সীমাবদ্ধ সকল দোকানীদের নোটিশ দেয়া হয়েছে নিজ দায়ীত্বে যায়গা করে দেয়ার জন্য।
আজ কাঠ মহলের কাঠ ব্যবসায়ীদের কাঠ ও অন্যান্য মালামাল সরিয়ে দিতে বলছেন কর্তৃপক্ষ। এসময় উক্ত সীমানায় অবস্থিত সকলা দোকানীদের দোকান সরিয়ে নিতে বলা হয়। এবং অতি দ্রুত দু একের মধ্যে কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
0 Comments