বরমী সোসাইটিঃ গাজীপুরে চালানমূল্যের চেয়ে অত্যধিক চড়া দামে তরমুজসহ মৌসুমি ফল বিক্রয় করায় জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ ২৭ এপ্রিল রোজ মঙ্গলবার গাজীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত প্রায় ১৬ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট করেন থান্ডার কামরুজ্জামান ও গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বেলা ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার, সেনা কল্যাণ মার্কেট, চেরাগ আলী বাজার, গাজীপুর চৌরাস্তা এবং রেলগেট ফলপট্টিতে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট করেন থান্ডার কামরুজ্জামান। এসময় জনসাধারণকে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। টঙ্গী বাজার সহ ঐ এলাকায় মাস্ক ব্যবহারকারীদের সংখ্যা খুব কম। বিপনী বিতানগুলোতে পরিদর্শনে সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণে সতর্ক করা হয়।
এর পাশাপাশি তরমুজ ও ফলের বাজার এ কয়েকজন দোকানদারের তরমুজ ক্রয়মূল্য পরীক্ষা করা হয় এবং কেজিতে তরমুজ বিক্রি করতে নিষেধ করা। এসময় ৯ টি মামলায় ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার পিরুজালী, ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর বাজার, সড়ক ঘাট বাজার, খলিফা মার্কেট এলাকায় গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম।
এসময় জনসাধারণকে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করনে মাইকিং করা হয়। বিপনী বিতানগুলোতে পরিদর্শনে সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণে সতর্ক করা হয়। পাশাপাশি তরমুজ, বাংগী, আমসহ মৌসুমী ফলের বাজার পবিত্র মাহে রমযানে স্থিতিশীল রাখতে ক্রেতা বিক্রেতাসহ সকলকে আহ্বান করা হয়। অভিযানকালে চালানমূল্যের চেয়ে অত্যধিক চড়া দামে তরমুজসহ মৌসুমি ফল বিক্রয় করায় দুটি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুজনকে ৬ হাজার টাকা জরিমানা এবং বাজারে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
0 Comments